যমুনা লাইফ এর বিশ্বজিৎ কুমার মন্ডল কাহিনির সমাপ্তি

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ অর্থনীতি আইন ও আদালত কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক   :  যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের নিয়োগ বাতিলের বিষয়ে গত রবিবার  ২৯ জুন,  কোম্পানির বোর্ড রুমে. বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির গুরুত্বপূর্ণ বহু বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি আইডিয়ারের নির্দেশ মোতাবেক বিশ্বজিৎ কুমার মন্ডল কে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তৎসঙ্গে কোম্পানিতে সিইও পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।


বিজ্ঞাপন

উল্লেখ্য ইতিপূর্বে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যে সিদ্ধান্ত দিয়েছিল,তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিন্ত তাতেও রক্ষা পাননি তিনি, সেটিই বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত, গত (২৭ মে) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।


বিজ্ঞাপন

একই সঙ্গে আগামী ৮ সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগকে, তারই আলোকে আইডিয়ারে পরামর্শে যমুনা লাইফ এর বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন

এর আগে, ২৯ এপ্রিল হাইকোর্ট ড. বিশ্বজিৎ মন্ডলের দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে আইডিআরএ’ র সিদ্ধান্তের ওপর দুই মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন। সেই আদেশের বিরুদ্ধে আইডিআরএ চেম্বার আদালতে আবেদন করেছিলেন তিনি।


বিজ্ঞাপন

২০২৩ সালের ২১ সেপ্টেম্বর আইডিআরএ’ র ১৮২তম সভায় ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের যমুনা লাইফের সিইও পদে নিয়োগের প্রস্তাব না-মঞ্জুরের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয়, তিনি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও থাকাকালে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না করা, বীমা আইন, ২০১০ এর একাধিক ধারা লঙ্ঘন, বিশেষ নিরীক্ষায় তথ্য গোপন এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান।

এসব অনিয়মের দায়ে তাকে আগেই বীমা আইন ২০১০-এর ৫০(১) (খ) ধারা অনুযায়ী অপসারণ করা হয়। এরপরও যমুনা লাইফে সিইও নিয়োগের প্রস্তাব পাঠানো হলে আইডিআরএ সেটি নাকচ করে। চেম্বার আদালতের আদেশ অনুযায়ী, ড. বিশ্বজিৎ কুমার মন্ডল বর্তমানে যমুনা লাইফের সিইও পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

এ বিষয়ে আইডিআরএ’ র আইনজীবী জানিয়েছেন, চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে আইডিআরএ’ র সিদ্ধান্ত বহাল রেখেছেন। ফলে বিশ্বজিৎ মন্ডল এখন আর সিইও পদে কোন কোম্পানিতেই থাকতে পারবেন না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *