নিজস্ব প্রতিনিধি : বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, ধোবাউড়া, ময়মনসিংহ এর সহযোগিতায় ধোবাউড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভিড রানা চিসিম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ধোবাউড়া, ময়মনসিংহ।
সেমিনারে সভাপতিত্ব করেন রাফিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ধোবাউড়া, ময়মনসিংহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ধোবাউড়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর প্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সাধারণ ভোক্তা, হোটেল-রেস্তোরা ব্যবসায়ী, মৎস্য-পোল্ট্রি ব্যবসায়ী, ফল-সবজি ব্যবসায়ী, বেকারিসহ বিভিন্ন খাদ্য স্থাপনার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারটি সঞ্চালনা এবং খাদ্যের নিরাপদতা বিষয়ক প্রেজেন্টেশন প্রদান করেন মোঃ আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার, ময়মনসিংহ।