নিজস্ব প্রতিনিধি : আবুল খায়ের ষ্টীল মিল কর্তৃক বিদেশ থেকে আমাদানীকৃত কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত স্ক্র্যাপ (লোহা) বিভিন্ন ট্রাক যোগে মাঝির ঘাট হতে শীতলপুর আবুল খায়ের ষ্টীল মিলে নিয়ে যাওয়ার পথে অভিনব কায়দায় আসামীগণ আরো অজ্ঞাতনামা আসামীদের সহযোগিতায় গাড়ি হতে প্লাস্টিকের বস্তায় করে ০৫(পাঁচ) বস্তা স্ক্র্যাপ যার মোট ওজন ১৮০ (একশত আশি) কেজি এবং মূল্য ৬,৩০০/-(ছয়হাজার তিনশত) টাকা যাহা ড্রাইভারের অগোচরে গাড়ী হতে নামিয়ে চুরি করে নিজেদের হেফাজতে নেয়।
অত্র মামলার বাদী ১২/০১/২০২১ইং দুপুর ১৩.০০ ঘটিকার সময় সংবাদ পান যে, পাহাড়তলী থানাধীন অলংকার মোড়স্থ আলিফ গলির মুখে রাস্তার উপর তার কোম্পানী আবুল খায়ের ষ্টীল মিল কর্তৃক বিদেশ থেকে আমদানীকৃত কারখানার কাঁচা মাল হিসেবে ব্যবহৃত স্ক্র্যাপ (লোহা) বিভিন্ন ট্রাক যোগে মাঝির ঘাট হতে আবুল খায়ের ষ্টীল মিলে নিয়ে যাওয়ার পথে আসামীগণ আরো অজ্ঞাতনামা আসামীদের সহযোগিতায় গাড়ি হতে প্লাস্টিকের বস্তায় করে ০৫(পাঁচ) বস্তা স্ক্র্যাপ যার মোট ওজন ১৮০ (একশত আশি) কেজি এবং মূল্য ৬,৩০০/-(ছয়হাজার তিনশত) টাকা যা ড্রাইভারের অগোচরে গাড়ী হতে নামিয়ে, আসামীগণ নিজেদের হেফাজতে নেয়। মহানগর গোয়েন্দা বন্দর বিভাগের অফিসার ও ফোর্সদের সহায়তায় উল্লিখিত মালামাল উদ্ধার ও মোঃ মিজান(১৯) ও মোঃ সাগর(২০)দের ঘটনাস্থল হতে গ্রেফতার করেন। ঘটনায় জড়িত অন্যান্যরা ঘটনাস্থল হইতে কৌশলে পালিয়ে যায়। বাদী সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত মালামাল তার কোম্পানী আবুল খায়ের ষ্টীল মিলের মালামাল মর্মে সনাক্ত করে। উক্ত বিষয়ে কোম্পানীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। জিজ্ঞাসাবাদে ০১নং ০২নং ব্যাক্তির দেওয়া তথ্যমতে ডিবি-বন্দর বিভাগের সদস্যরা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মোঃ রাজন (২০), মোঃ মেহেদী হাসান@হৃদয়, মোঃ দিন ইসলাম@বাট্টু(৩০), মোঃ জসিম উদ্দিন (১৮), মোঃ মহিউদ্দিন (২৩)দের গ্রেফতার করেন। তারা ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে আমদানীকৃত কাঁচামাল স্ক্র্যাপ বন্দর হতে আবুল খায়ের ষ্টীল মিল, শীতলপুর, সীতাকুন্ড নেওয়ার পথে চুরি করে কৌশলে চোরাইকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার কৃত ব্যক্তিরা চুরি করে চোরাইকৃত মালামাল নিজ হেফাজতে রেখে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে স্বীকার করে।