নিজস্ব প্রতিবেদক : দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। আওয়ামী লীগের ইশতেহারে সংখ্যালঘু নির্যাতনের জিরো টলারেন্সের অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড় কারাগারে আটক অবস্থায় অ্যাডভোকেট পলাশ রায়কে হত্যা, নারী নেত্রী প্রিয়া সাহার বাড়িতে অগ্নিসংযোগের সুষ্ঠু বিচার করতে হবে। এছাড়াও বুদ্ধিজীবী সুলতানা কামাল, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুনকে হত্যার হুমকি কারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।
এ সময় তারা পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।