অভয়নগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শাল্লায় সংখ্যালঘুদের হামলার প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করে এই মানববন্ধন পালন করা হয়। রোববার বিকালে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শিবু প্রসাদ সাহা’র সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম-আহবায়ক জি এম মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন, দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন-অর-রশিদ, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রবিউল হাসান, সুন্দলী এস টি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ মোল্যা, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারন সম্পাদক সুনিল দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক কমিটির সদস্য দেবাশীষ দাশ নান্টু, ডা. বিশ্বজিৎ গুহ, মহিলা লীগ নেত্রী সুলতানা আরেফা মিতা, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চ’র সাধারন সম্পাদক মিলন কুমার মন্ডল সহ প্রমূখ।


বিজ্ঞাপন