শামিমা ইয়াসমিন বন্যা : মাগরিবের নামাজ আদায় করে ছাদে ওঠে রমজানের চাঁদ দেখার জন্য ছোটবেলায় ভাইবোনেরা মিলে অধীর আগ্রহে অপেক্ষা করতাম।কাক্ষিত চাঁদ দেখে সালাম জানাতাম। রমজানের চাঁদ দেখা নিয়ে ছোটবেলার স্মৃতিটা সবার একই রকম ছিল। এখন অনেক বড় হয়ে গিয়েছি। ছাদে ওঠে এখন আর চাঁদ দেখা হয়না। খবরে শুনা হয় মাহে রমজানের খুশির বার্তা। রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস।রহমত,কল্যান, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। এই মাসে রয়েছে লাইলাতুল কদরের ন্যায় বরকতময় রজনী।আমরা যারা সুস্থ আছি সবাই ৩০ রোযা রাখব, ৫ ওয়াক্ত সালাত আদায় করব, ঘরে বসে তারাবী পড়ব, কোরআন তেলাওয়াত করব। আমি কোরআন শরীফ খতম দেয়ার নিয়্যত করেছি। আল্লাহ যেনো আমার নিয়্যত পুরন করেন। এই মাসে যত বেশি আমল করব ততো বেশি মিজানের পাল্লা ভারী হবে। চলো বন্ধুরা…… রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করে মহান আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করি। আল্লাহ খুশি হলেই সব বিপদ,মহামারী দুর হয়ে যাবে।সবার মুখে হাসি ফুটবে।সবাইকে মাহে রমজানের শুভেচছা।