নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার এএসআই(নিঃ)/মোঃ মোস্তাফিজুর রহমান, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট সঙ্গীয় অফিসার এএসআই(সঃ)/৫২৬ বিনদ, কং/২১১২ শাখাওয়াত, কং/২৭৭৪ বাছির, কং/২০৭৩ নাদের, কং/২৭৪২ সজিব, সর্ব পুলিশ লাইন্স, এসএমপি, সিলেট সহ জালালাবাদ থানা এলাকার মোগলগাঁও স্কুল ও ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার উপর দিবাকালীন চেকপোস্ট-২১ ডিউটি করাকালে সকাল অনুমান ১০:২০ ঘটিকার সময় মোগলগাঁও ব্রীজে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পান যে, জনৈক ব্যক্তি সিলেট শহরের কুমারগাঁও বাস স্ট্যান্ড হতে মাদক দ্রব্য ক্রয় করে গাড়ী যোগে সুনামগঞ্জ এর উদ্দেশ্যে রওনা দেয়। এএসআই(নিঃ)/মোঃ মোস্তাফিজুর রহমান উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়ন কমপ্লেক্সের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে পাকা রাস্তার উপর ১০:৩০ ঘটিকার সময় চেকপোস্ট করাকালে ০১টি মোটরসাইকেল সিগন্যাল দিয়ে থামায়। বর্ণিত মোটরসাইকেলে থাকা ০৩(তিন) জন ব্যক্তির মধ্যে পিছনে থাকা ০১ জন ব্যক্তি কাধেঁ থাকা একটি নেভি ব্লু-কালারের ব্যাগ সহকারে তাৎক্ষনিক মোটরসাইকেল হতে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বাদী সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় আসামী ১। রেজাউল হক(২৪) পিতা- হাশিম মিয়া, মাতা-দিলারা বেগম, সাং-ধনপুর, ৪নং মান্নারগাঁও ইউ/পি, হাশিম মিয়ার বাড়ী, পোঃ আমবাড়ী, থানা- দোয়ারা বাজার, জেলা-সুনামগঞ্জ বর্তমানে সাং-শিববাড়ী (কাইয়ুমের কলোনী), থানা-মোগলাবাজার, জেলা-সিলেটকে ধৃত করেন। আসামী রেজাউল হক (২৪) এর দেহ তল্লাশী করে তার কাধেঁ থাকা নেভি ব্লু-কালারের ব্যাগ হতে একটি রেডমি মোবাইল এর লাল রংয়ের বক্সের ভিতরে রক্ষিত কালো ছোট প্লাস্টিকের পলি ব্যাগে মোড়ানো ৮০(আশিঁ) পিস গোলাপী রং এর ইয়াবা ট্যাবলেট, যার প্রতিটি গায়ে ইংরেজীতে ডণ লেখা আছে উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে এসআই(নিঃ) রাজিত রায় মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এএসআই(নিঃ)/মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক ০১ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-২৪, তাং-২০/০৪/২০২১খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০ (ক) রুজু করা হয়। আটক আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। বিষয়টি অফিসার ইনচার্জ, জনাব মোঃ নাজমুল হুদা খাঁন, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।