আজকের দেশ রিপোর্ট : পিয়ার বয়স ১১ বছর। রাস্তায় কান্নারত অবস্থায় দেখতে পেয়ে এক ব্যক্তি পল্লবী থানায় পিয়াকে দিয়ে যায়। পরে পল্লবী থানা পুলিশ পিয়াকে নিরাপদ হেফাজতে রাখার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার এ নিয়ে আসে।
জানা যায়, অত্র সেন্টারে কর্তব্যরতরা পিয়ার সংগে কথা বলে জানতে পারে যে সে যখন খুব ছোট তখন তার বাবা মারা গিয়েছে। পিয়ার মা শাহিনুর বেগম মেসে রান্না করত। পিয়ার মা ১/২ বছর পূর্বে পিয়াকে একটি বাসায় কাজে দেয়। সঠিক সময় বলতে পারে না।
পিয়াকে কাজে দেয়ার পর তার মা তাকে দেখার জন্য একবার এসেছিল। এরপর পিয়ার মা বিয়ে করেছে বলে পিয়া শুনেছে তবে কোথায় থাকে তা জানে না।
বুধবার (৫ মে) বিকালে পিয়া যে বাসায় কাজ করত সেই বাসার গৃহকর্ত্রীর সাথে হাঁটতে বের হয়, পিয়া সামনে হাঁটতে থাকে কিছুক্ষণ পর পিছনে ফিরে গৃহকর্ত্রী আন্টিকে খুঁজে পায় না। এভাবে সে হারিয়ে যায়।
আরও জানা যায়, যে বাসায় পিয়া কাজ করত তাদের নাম,বাসা কোথায় কিছুই বলতে পারে না শুধু আঙ্কেল গ্রামীনফোনে চাকুরী করে এটা বলতে পারে।
অনুগ্রহ করে, পিয়ার কোন পরিচয় কারো জানা থাকলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ভিকটিম সাপোর্ট সেন্টার, তেজগাঁও থানা কমপ্লেক্স, তেজগাঁও, ঢাকা। ফোনঃ ০২৪৮১১৮৫৪২, ০১৭৪৫ ৭৭৪৪৮৭।