নিজস্ব প্রতিনিধি : ইস্রায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু করা ই-পাসপোর্টে ইস্রায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা অপসারণকে স্বাগত জানিয়ে একটি টুইটার পোস্টের দিকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ই-পাসপোর্টগুলির নতুন পুস্তিকা থেকে এই বিভ্রান্তি দেখা দিয়েছে যা “ইস্রায়েল বাদে সমস্ত দেশ” পর্যবেক্ষণ ধারণ করে না।
পর্যবেক্ষণের অপসারণটি বাংলাদেশী ই-পাসপোর্টগুলির আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য করা হয়েছে এবং মধ্য প্রাচ্যের প্রতি বাংলাদেশের বিদেশনীতির কোনও পরিবর্তন বোঝায় না। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইস্রায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ সরকার ইস্রায়েলের বিষয়ে তার অবস্থান থেকে বিচ্যুত হয়নি এবং বাংলাদেশ এ ক্ষেত্রে তার দীর্ঘস্থায়ী অবস্থানের উপর দৃ remains় রয়েছে।
আল-আকসা মসজিদ চত্বরে এবং গাজায় ইস্রায়েলের দখলদার বাহিনী কর্তৃক সাম্প্রতিক অত্যাচারে বাংলাদেশ সরকার নিন্দা করেছে। ১৯ 1967-এর পূর্বের সীমান্ত এবং পূর্ব জেরুসালেমকে প্যালেস্তাইন রাজ্যের রাজধানী হিসাবে স্বীকৃত জাতিসংঘের প্রস্তাবের আলোকে ফিলিস্তিন-ইস্রায়েল দ্বন্দ্ব দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিষয়ে তার নীতিগত অবস্থানের পুনরাবৃত্তি করে।