নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার ১২ মে, কুমিল্লা শাসনগাছায় অবস্থিত শ্রী শ্রী গৌর হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ প্রমোদ পালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে কুমিল্লা আড়াইওরা কালী বাড়ি ও মহাশ্মশানে তাঁর প্রতীকীতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রী শ্রীকৃষ্ণ পূজা শেষে মধ্যাহ্নে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা আড়াইওরা কালী বাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অসিত পাল, কোষাধ্যক্ষ ডাঃ খোকন কুমার নন্দী ও কোষাধ্যক্ষ পূর্ণ চন্দ্র রায় প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- নগরীর শাসনগাছা জিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ কানু বিকাশ দে ও জননী মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ আশীষ কুমার দে, পুলিশ লাইন গৌরাঙ্গ হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ নারায়ণ চন্দ্র পাল, নগরীর রেইসকোর্স গজেন্দ্র হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ প্রান্তোষ দত্ত, জেলা ঐক্য পরিষদ নেতা এডভোকেট তাপস চন্দ্র সরকার সহ শতশত নর-নারী।
উল্লেখ্য যে, কুমিল্লার খ্যাতিমান হোমিও চিকিৎসক ডাঃ প্রমোদ পাল ২০২০ সালের ১২ মে ইহজগৎ এর মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন।