মাছের উৎপাদন বাড়াতে নদ-নদী, জলধার সংরক্ষণে উদ্দোগ নিয়েছে সরকার

জাতীয়

এডঃ সাইফুজ্জামান শেখর : মাছ উৎপাদন বাড়াতে নদ-নদী, জলাধার সংরক্ষণে উদ্যোগ নিয়েছে সরকার। আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।


বিজ্ঞাপন

মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন , নদ-নদী, জলাধারে যাতে আরো বেশি মাছ উৎপাদন হয় সেই ব্যবস্থা করছি।

মাছের উৎপাদন আগে যেখানে ২৭ লক্ষ মেট্রিক টন ছিল, সেখানে এখন প্রায় ৫০ লক্ষ মেট্রিক টনের কাছাকাছি উৎপাদন শুরু হয়েছে। ইলিশ উৎপাদনে আমরা বিশ্বের এক নম্বর দেশ।