নিজস্ব প্রতিনিধি : সিআইডি, কক্সবাজার জেলা কর্তৃক সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পেকুয়া (কক্সবাজার) থানার মামলা নং-০৮, তারিখ- ২২/১১/২০১৯ইং, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ১নং আসামী ওমর ফারুক (২৩), পিতা- আনোয়ার হোছাইন, মাতা- আয়েশা বেগম, সাং- মগনামা, মিয়াজি পাড়া, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজারকে গ্রেপ্তার করা হয়।
উক্ত আসামীর দেয়া তথ্য মতে কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তার সহযোগী আসামী মোঃ ইলিয়াছ (৩৫), পিতা- ছগির আহমদ, মাতা- ফাতেমা বেগম, সাং- বাইম্যাখালী, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজারকে গ্রেপ্তার করা হয়। এটি একটি চাঞ্চল্যকর ধর্ষণ সহ খুনের মামলা।
মামলার ঘটনার পরপর আসামী ওমর ফারুক সিলেটে পালিয়ে গিয়ে আত্মগোপন করে। সিলেটে সে মুখে দাঁড়ি রেখে ও আব্দুল্লাহ নামে ছদ্মরূপ ধারণ করে একটি বেকারী কোম্পানীতে চাকরী নেয়।
উক্ত আসামীদ্বয়কে মামলার ঘটনারয বিষয়ে জিজ্ঞাসাবাদকালে তারা তাদের দোষ প্রাথমিকভাবে স্বীকার করেছে। মামলার মূল রহস্য উদঘাটিত হয়েছে।