মো. রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী ক্যাম্প পরিদর্শন করেছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম। গতকাল শনিবার (২৯ মে) দুপুর০১:৩০ ঘটিকায় ক্যাম্প পরিদর্শনে যান।
ক্যাম্প পরিদর্শনকালে তাকে ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যরা সালামি প্রদান করেন।
সালাম গ্রহণ শেষে ক্যাম্পের সকল বিষয় তিনি সরজমিনে পরিদর্শন করেন এবং সকল পুলিশ সদস্যকে একত্র করে বিভিন্ন রকম দিক-নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনা প্রদানকালে তিনি বলেন, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং এবং এলাকায় কোনো রকম কাইজ্যা সংঘটিত না হয় সেদিকে পুলিশকে সজাগ দৃষ্টি রাখর নির্দেশ প্রদান করেন।