নিজস্ব প্রতিনিধি : গত ০১ জুন, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ০০.১৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২,২০,০০,০০০/- (দুই কোটি বিশ লক্ষ) টাকা মূল্যের ০২ (দুই) কেজি ২০০ (দুইশত) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সোহেল রানা (৩৫) (ড্রাইভার) ও ২। মোঃ হুমায়ুন কবীর (২০) (হেলপার) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মিনি ট্রাক ও নগদ- ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহী থেকে একটি মাছ বোঝই মিনি ট্রাকে কতিপয় মাদক ব্যাবসায়ী অবৈধ হেরোইনসহ ঢাকার যাত্রাবাড়ীর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর আভিযানিক দলটি যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ কোয়ালিটি সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড এর সামনে চেকপোষ্ট বসিয়ে রাজশাহী হতে আগত সন্দিগ্ধ মাছ বোঝাই মিনি ট্রাককে আসতে দেখে ট্রাকের গতিরোধ করে এবং ট্রাক হতে পলায়নের চেষ্টাকালে ড্রাইভার ও হেলপারকে আটক করে। এ সময় ০২ জন ট্রাক থেকে পালিয়ে যায়। উক্ত ট্রাক তল্লাশীকালে ড্রাইভার ও হেলপার দেখানো মতে ড্রাইভার ও হেলপারের সীটের মাঝখান থেকে একটি কালো রংয়ের কাপড়ের ব্যাগের ভিতর রক্ষিত ২১ (একুশ) টি স্বচ্ছ ইনটেক পলিথিনে প্যাক করা আনুমানিক ২,২০,০০,০০০/- (দুই কোটি বিশ লক্ষ) টাকা মূল্যের হালকা বাদামী রংয়ের ০২ (দুই) কেজি ২০০ (দুইশত) গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।