শাহ ইসমাইল নিজস্ব প্রতিনিধি : ব্যক্তির নিজস্ব মতামত কিংবা জনমত প্রতিফলনের একটি গণতান্ত্রিক মাধ্যম। কোন সভা কিংবা নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ভোটের প্রয়োজন পড়ে থাকে। যিনি ভোট প্রয়োগ করেন তিনি ভোটার হিসাবে পরিচিত।
ব্যাক্তিকে প্রতিনিধিত্ব করার জন্য অন্যান্য প্রার্থীর সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। সচেতন জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মতামতের প্রতিফলনের মাধ্যমে তিনি নির্বাচিত হন।
ভোট এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একজন প্রার্থী গণতান্ত্রিক পন্থায় জনপ্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
আমার প্রিয় বন্ধু যাকে বলে (Best frind) ঠিকানা গ্রুপের চেয়ারম্যান শিক্ষানুরাগী এবং বিশিষ্ট দানবীর ব্যারিষ্টার মোস্তাকিম রাজা চৌধুরী (মান্না) অত্যান্ত উদার সৎসাদা মনের কুটনীতিবিদ ঠান্ডা মাথার বুদ্ধিমতা সম্পন্নএকজন মানুষ।
সিলেট -৩ নির্বাচনী আসনে আসন্ন উপ-নির্বাচনে স্হানীয় সর্ব স্তরের জনসাধারণের বিশেষ অনুরোধ প্রার্থী হতে যাচ্ছে।
আশা করি ভোটারা তাদের পবিত্র ভোট প্রয়োগ করে বন্ধুকে নির্বাচিত করবেন, আমি প্রিয় বন্ধুর সু-স্ব্যাস্হ এবং সফলতা সর্বাঙ্গীন মংগল কামনা করি।