নিজস্ব প্রতিনিধি : অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ খাদ্য সনাক্তকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ এর তত্বাবধানে, ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত মেছুয়া বাজারের বিভিন্ন মসলা মিল ও দোকান থেকে খোলা হলুদ, মরিচ গুঁড়া, বেসন ও গুড়ের নমুনা “খাদ্যের নমুনা সংগ্রহ, পরীক্ষা ও বিশ্লেষণ প্রবিধানমালা ২০১৭” অনুসরণ করে পরীক্ষাগারে পরীক্ষণের জন্য সংগ্রহ করেন।
এসময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, নমুনা সংগ্রহ সহকারী ও অন্যান্য সাপোর্টিং স্টাফগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।