নিজস্ব প্রতিনিধি : ১৬.০৬.২০২১ ইং তারিখ রাত ০২.৪৫ ঘটিকার সময় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মুজাহিদুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দিন(পিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স থানা এলাকায় মাদক উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন গভ. মুসলিম হাই স্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০০ পিস ইয়াবা ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় বাবদ নগদ-৬০,০০০ টাকা এবং ০২টি মোবাইল সেট সহ মোঃ আজিজ (২৩), গোলবাহার আক্তার (৩৮) সাইফুল ইসলাম (২৪) নিজাম খান শুভ (২৮) ও মোঃ রবিউল হোসেন (২২) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।