‘গুজব ছড়িয়ে আপনারা কতটুকু জয়ী হলেন, ভেবে দেখবেন প্লিজ’

বিনোদন

বিনোদন প্রতিবেদক : ‘মিথ্যা বা গুজব’ ছড়ানোর জন্য সমালোচনাকারীরা কতটুকু জয়ী হয়েছেন, তা ভেবে দেখার অনুরোধ করেছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ অনুরোধ করেন।


বিজ্ঞাপন

গত ৯ জুন ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বন্ধু অমি ও ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনকে আসামি করে মামলা করেন নায়িকা।


বিজ্ঞাপন

কিন্তু সম্প্রতি ওই রাতের ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়। ১০ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে পরীমনির অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অনেকেই তার সমালোচনায় মেতে উঠেন। গত মঙ্গলবার অভিনেত্রী অরুণা বিশ্বাস এক সাক্ষাৎকারে পরীমনিকে খোঁচা দিয়ে কথা বলেন।

এরপর দিনই পরীমনি লেখেন, ‌আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে। যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার।

তিনি বলেন, আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি।আমি নিয়মিত একজন করদাতা। আমার কোনো ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমনটা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই।

`‌‌‌‌আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরন করব ইনশাআল্লাহ। মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার অভিনেত্রী অরুণা বিশ্বাস একটি এফএম রেডিওর সাক্ষাৎকারে পরীমনিকে উদ্দেশ্য করে বলেন, একজন শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে, চার কোটি টাকার বাড়ি কিনতে পারে। দেশে কি দুদক নাই? দুদকের মনে প্রশ্ন জাগে না? এই টাকাগুলো কোথা থেকে আসতেছে? কীভাবে আসতেছে? একজন শিল্পী কোথা থেকে এত টাকা পায়?