কেসিসি’র  ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’’ শীর্ষক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি (খুলনা)  :  ‘‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’’ শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  খুলনা মহানগরীতে ‘‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’’ এর সফল বাস্তবায়নে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকেলে শের-এ-বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।


বিজ্ঞাপন

টাইফয়েড জ¦র প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ০১ সেপ্টেম্বর হতে ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের ১ ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। ‘‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’’ এর সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রথম ধাপের এ প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার থেকে শুরু হয়। কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান প্রমুখ সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন অফিসার ডা. নাজমুস আহসান সজিব ও ইউনিসেফ-এর ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. তাপস কুমার বিশ্বাস।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *