জেল থেকে বেরিয়েই চাঁদাবাজির মামলায় আবারও আটক হলেন শার্শার ইউপি চেয়ারম্যান তোতা

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হয়ে চাঁদাবাজির অভিযোগে ফের আটক হয়েছেন শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা।


বিজ্ঞাপন

পুলিশ সুত্র বলছে, তাকে চাঁচড়া এলাকা থেকে আটক করা হয়েছে। অন্যদিকে, স্বজনদের দাবী, মঙ্গলবার (১২- আগস্ট-২০২৫) সকাল ১০ টায় জেলগেট থেকেই তাকে শার্শা থানা ও যশোর ডিবি পুলিশের সদস্যরা আটক করেছে।


বিজ্ঞাপন

পরে গত মঙ্গলবার শার্শার ব্যবসায়ী রিজাউল ইসলাম রেজা বাদী হয়ে তোতাসহ সাত জনের বিরুদ্ধে শার্শা থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় মঙ্গলবার দুপুরে তোতাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


বিজ্ঞাপন

এ মামলার অন্য আসামিরা হলেন, শার্শার টিএন্ডটি অফিস এলাকার শার্শার সাবেক এমপি আফিল উদ্দিনের পিএ আসাদুজ্জামান আসাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান উত্তর বুরুজ বাগানের সোহরাব হোসেন, যুবলীগ নেতা উত্তর বুরুজ বাগানের শাহাদৎ মোড়লের ছেলে জাকির হোসেন, শ্যামলাগাছির রহমাতুল্যর ছেলে শফিকুল ইসলাম মন্টু ও রফিকুল ইসলাম, চটকাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য তোতা ওরফে চাকমা তোতা।


বিজ্ঞাপন

মামলায় বাদী উল্লেখ করেন, তার শার্শা বাজারে দোকান রয়েছে। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি দুপুরে চেয়ারম্যান তোতার নেতৃত্বে অন্যান্য আসামিরা বাদীসহ আরও কয়েকজন ব্যবসায়ীকে আওয়ামী লীগের অফিসের সামনে ডেকে এনে বলেন, বাজারে ব্যবসা করতে হলে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে চাঁদা দিতে হবে।

অন্যথায় ব্যবসা করতে দেওয়া হবে না। বাধ্য হয়ে বাদী তিন লাখ টাকা, মুদি দোকানদার লিটন শেখ দেড় লাখ টাকা, ব্যবসায়ী জামাল উদ্দিন চার লাখ, শরীফ দেড় লাখ, ইব্রাহিম এক লাখ, আইনাল এক লাখ ৮৫ হাজার টাকা এভাবে সর্বমোট ১৩ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা দেন তোতাকে। তবে সে সময় আসামিদের ভয়ে বাদী প্রতিবাদ করতে পারেননি। পরিস্থিতি অনুকূল হওয়ায় তিনি শার্শা থানায় মামলা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *