নিজস্ব প্রতিনিধি : নীলফামারী জেলায় চলমান লকডাউন কার্যকর ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা পুলিশ, নীলফামারী, জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টহল, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
রবিবার ৪ জুলাই, চলমান লকডাউন এর চতুর্থ দিনে নীলফামারী জেলার সৈয়দপুর শহরে লকডাউন কার্যকর ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা পুলিশ, নীলফামারী,জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টহল দেয়।
লকডাউন কার্যকর ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম , হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক, নীলফামারী ,লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফ হোসেন, (পিএসসি.জি) অধিনায়ক- ১৯ মিডিয়াম,রেজিমেন্ট আর্টিলারি, ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির, সিভিল সার্জন, নীলফামারী, লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী, মেয়র,সৈয়দপুর-পৌরসভা, নীলফামারী, সভাপতি, পৌর আওয়ামীলীগ, সৈয়দপুর-নীলফামারী সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, নীলফামারী জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।
এ সময় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে জেলার সম্মানিত নাগরিকদের প্রতি আহবান জানানো হয়।