গভীর ষড়যন্ত্র

সাহিত্য

সুকর্মা চৌধুরী
এই বেঁচে থাকা একটা নিশ্চিত গভীর ষড়যন্ত্র
আর এই মরে যাওয়া তারোও চেয়ে বড় গভীর কোন ষড়যন্ত্র।
তোমরা দেখনা প্রতিটি জন্মের সাথে মৃত্যু লেগে থাকে?
যখন একেকটি জন্মের আয়োজন করেন প্রানের স্রষ্টা,
প্রকৃতির আতুর ঘরে জটলা পেকে থাকে-
মায়া, মোহ, ভ্রম; বিব্ভ্রম, অধ্যাস, অলিকতা!


বিজ্ঞাপন

জন্ম সুত্রে শরীরে করে নিয়ে আসবে ক্ষুধা আর কাম
তার পর যতদিন না তুমি মৃত্যুর দেখা পাও, ততো দিন-
তোমাকে তাড়িয়ে নিয়ে যাবে ক্ষুধা
তোমাকে বেঁধে রাখবে সংসার,
তোমাকে লোভ দেখাবে জীবন
তোমাকে নির্লোভ করবে মৃত্যু,
জৈবিক তাড়নায় তুমি পাপ করতে বাধ্য
ক্ষমার প্রয়োজনে তুমি স্রষ্টার কাছে নত হতে বাধ্য!


বিজ্ঞাপন

তার পর কোন এক দিন তোমার আর ক্ষুধা থাকবে না!
তোমাকে পথ ভ্রষ্ট করবে না আর যাতনার কাম,
তুমি এই বাস্তবের মত সংসার ভেঙ্গে চলে যাবে,
তুমি জানো, তোমাকে যেতেই হবে,
তবুও তুমি সংসার বেঁধে ছিলে!
কি সেই সংসার?

তোমার প্রীয় মানুষেরা তোমাকে নিজের হাতে পোড়াবে এক দিন
অথবা নিজের হাতে তোমাকে মাটি খুঁড়ে শোয়াবে এক দিন!
তোমার এই প্রীয় শরীর মাটির সাথে মিশে যাবে ধীরে ধীরে,
আগুনে যদি তা ভষ্ম না হয়ে গিয়ে থাকে-
তোমার কঙ্কাল আরো বড়জোর দু,শ বা চার,শ বছর,
তার পর আর কোন মৃত্যু তোমাকে তাড়া করবে না জীবন ভর।
মহাবিশ্বের তুলনায় পৃথিবী যেমন একটি শিশির বিন্দু,
মহাকালের তুলনায় তোমার জীবনের কাল প্রায় শুন্যের কাছাকাছি!

তুমি কখনো প্রশ্ন করতে পারবে না-
কে এই মায়াজীবী , কূহকজীবী, ঐন্দ্রজালিক!
সে অধিকার তোমার নেই।
তুমি বড়জোর নিজেকে প্রশ্ন করতে পারো ” কে আমি?”
শুধু নিজের হাতের দিকে এক বার গভীর ভাবে তাকাও-
ভালো করে তাকিয়ে দেখো ত্বকে মোড়ানো মানুষের কঙ্কাল!
তুমি চারিপাশে তাকিয়ে দেখো,
কত শত শত কঙ্কাল রঙ বেরঙ্গের ত্বকে মোড়ানো!
কত লোভ, কত হিংসা, জিঘাংসা, ক্রোধ, ক্ষুধা, কাম
ত্বকে মোড়ানো মায়ার শরীর, ভ্রম; বিব্ভ্রম, অধ্যাস, অলিকতা!

তার চেয়ে বরং বুক ভরে নিঃশ্বাস নাও
বুকে হাত দিয়ে নিজের হৃদপিন্ড স্পর্শ কর,
নিজেকে অনুভব কর সম্পূর্ণ নতুন করে,
ক্ষনিকের তরে প্রকৃতির গভীর ষড়যন্ত্র ভেঙ্গে দাও
একটি ফুলের কাছে ছুটে যাও, বুক ভরে ঘ্রাণ নাও,
সেই ফুল হাতে ছুটে যাও ভালবাসার মানুষের কাছে
নির্দিধায় বলে দাও হৃদয়ের যত কথা আছে,
তার বুকে কান পেতে শুনে নাও জন্ম অথবা পুনর্জন্মের কথা….!!