অবসরপ্রাপ্ত এএসআইকে সম্মানজনক বিদায় সংবর্ধনা

অপরাধ

মো. সুমন হোসেন, যশোর : যশোর জেলা থেকে পিআরএল (অবসর), গমনকারী সহকর্মীকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখলো জেলা পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

শনিবার ১০ জুলাই, দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয় হতে পিআরএল ( স্বেচ্ছায় অবসর ), গমনকারী এ এস আই (সশস্ত্র) মোবাশ্বার আলী, পুলিশ লাইন্স যশোর কে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশক্রমে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।


বিজ্ঞাপন

মোবাশ্বার আলী তার নিজ কর্মস্থল হতে এমন সম্মানজনক বিদায় পেয়ে অনেকটাই আবেগাপ্লুত হয়ে পরেন।

তিনি এমন আয়োজনের জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন চাকুরী হতে অবসরে যাবার শেষ দিনটাতে নিজ কর্মস্থল থেকে বাড়ি পর্যন্ত আনুষ্ঠানিকতার সহিত সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে যাচ্ছি এটা অবশ্যই আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের।

চাকুরী জীবনে তো কত সহকর্মীকেই অবসরে যেতে দেখেছি কিন্তু তাদের অধিকাংশকেই নিরবে চলে যেতে হয়েছে।সে ক্ষেত্রে আমি নিশ্চয় ভাগ্যবান।

এসময় উপস্থিত থেকে বিদায় জানান জনাব মোহাম্মদ মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর) যশোর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।