গাজীপুরে ভুয়া চাকুরীদাতা চক্রের ৪সদস্য গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত বুধবার ১১আগস্ট আনুমানিক ৪ টার সময় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি, গাজীপুর বাসন থানাধীন দিঘীরচালা সাকিনস্থ নুর প্লাজার ৩য় তলা দক্ষিণ পাশের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ হাবিবুর রহমান হৃদয় (২৩), জেলা-নারায়নগঞ্জ, ২) বিভাস চন্দ্র দাশ (২৪), জেলা- ঢাকা, ৩) মাজহারুল ইসলাম (২৩), জেলা-ময়মনসিংহ ও ৪) মোঃ অমি মিয়া (২০), জেলা-নরসিংদী’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ১৮ সেট জীবন বৃত্তান্ত ফরম, বিভিন্ন নামে পুরনকৃত ০৪ টি নিয়োগ ফরম, ০৪ টি খালি নিয়োগ ফরম, ০৭ টি মোবাইল ফোন, ১০ টি সিমকার্ড, নগদ ৩,২০০/- টাকাসহ বিভিন্ন কোম্পানীর নামে অনলাইনে নিয়োগের স্ক্রীন শর্ট উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

প্রতারক চক্রটি অনলাইন পোর্টালে বিভিন্ন কোম্পানীর লোগো ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেশের সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদেরকে চাকুরী দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র প্রদান করে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে আসিতেছিল। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে বর্ণিত প্রতারণার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।