বিনোদন প্রতিবেদক : শাকিব খান জাহারা মিতুকে নিয়ে ২০১৯ সালে বদিউল আলম খোকন শুরু করেছিলেন “আগুন” ছবিটির ৭০ শতাংশ শুটিং শেষ করার পর প্রযোজনা প্রতিস্টান দেশ বাংলা মাল্টিমিডিয়া বন্ধ হয়ে যায়!
ক্যাসিনো কান্ডে সে সময় গ্রেফতার হয়েছিলেন প্রতিস্টানটির প্রধান এনামুল হক আরমান!
এরপর শাকিব খানসহ অনেক প্রযোজকের সাথে যোগাযোগ করেন পরিচালক খোকন!
প্রথমে শাকিব খান প্রযোজনা করতে রাজি হলেও পরে আবার পিছিয়ে যান, শেষ পর্যন্ত বদিউল আলম খোকন’ই ছবির বাকি অংশ প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছেন! তিনি বলেন, আগের শাকিব, অপু ও ববিকে নিয়ে তারকাবহুল “রাজাবাবু” প্রযোজনা করেছি!
পরিচালনার পাশাপাশি প্রযোজনাও অভিজ্ঞতা আছে!
“আগুন” এর যতটুকু শুটিং হয়েছে তার ফুটেজ দেখেছি, মনে হয়েছে লগ্নি করা টাকা উঠে আসবে,শাকিব ভক্তরা অপেক্ষায় আছেন মসালাদার ছবির জন্য! “আগুন” সেই অপেক্ষার অবসান ঘটাবে!