দেশে এলো বাজেটে কড়া দেশের সেরা স্মার্টফোন ভিভো ওয়াই ২১ডি

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  প্রতিদিন যাদের নিরলস পরিশ্রম আমাদের জীবনকে সহজ করে তোলে, আর যাদের হাত ধরেই গড়ে ওঠে আগামীর স্বপ্ন তাদের জন্যই ভিভো নিয়ে এলো বাজেটে কড়া দেশের সেরা স্মার্টফোন-ভিভো ওয়াই২১ডি। কড়া বাজেটে ভিভো এই ফোনে দিচ্ছে অলরাউন্ড ওয়াটারপ্রুফ নিশ্চয়তা ও শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লভোল্ট ব্যাটারি, যা ব্যবহারকারীদের দেবে সারাদিনের সুরক্ষা আর চার্জ নিয়ে দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞতা।


বিজ্ঞাপন

নতুন এই ফোনে থাকছে আইপি৬৮ ও আইপি৬৯। রেটিংস যা এটিকে সাধারণ ওয়াটারপ্রুফিংয়ের চেয়ে এগিয়ে রেখেছে আরও এক ধাপ। শুধু গভীর পানিতেই নয়, বরং ভারী বৃষ্টি এমনকি ফায়ার সার্ভিসের মত উচ্চচাপের পানির ধাক্কাও সহ্য করে নেয় ফোনটি। পাশাপাশি, ওয়াটার ইজেকশন প্রযুক্তি, এসজিএস মিলিটারি গ্রেড সার্টিফিকেশন ও এয়ারস্প্রিং ফোন কেস ফোনটিকে দেয় এক্সট্রা সুরক্ষা।

বাজেটে কড়া দেশের সেরা ফোনটি পাওয়া যাচ্ছে ৬জিবি ও ৮জিবি র‍্যামের ভ্যারিয়েন্টে ১২৮জিবি রমের সাথে। দাম যথাক্রমে ১৮,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকা। এই বাজেটের স্মার্টফোনে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এক অসাধারণ সংযোজন। সাথে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জার মাত্র এক ঘন্টার চার্জেই দেয় সারাদিনের ব্যাটারি ব্যাকাপ। তাই, সারাদিনের কর্মব্যস্ততায় থাকছে না হরহামেশা চার্জ দেওয়া নিয়ে দুশ্চিন্তা। আর এক চার্জেই প্রায় ২২ ঘন্টা ইউটিউবে অথবা ১৯ ঘণ্টা পর্যন্ত টিকটকে ভিডিও স্ট্রিম করা যাবে এই ফোন দিয়ে। প্রতিদিনের টাফ ব্যবহারেও ফোনটিতে ৫ বছরের ব্যাটারি হেলথ এর গ্যারান্টি দিচ্ছে ভিভো।


বিজ্ঞাপন

নজরকাড়া দুটি রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই২১ডি। একটি কোরাল রেড, যা প্রাণবন্ত এবং শান্ত রঙিন আভায় জীবনকে আনন্দিত করে। অন্যটি, চোখে পড়ার মতো জেড গ্রীন কালার।


বিজ্ঞাপন

মাল্টিমিডিয়া অভিজ্ঞতাকে আরও প্রিমিয়াম করে এর ৬.৬৮-ইঞ্চি ডন্ড ডিসপ্লে। ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ১,০০০ নিটস পিক ব্রাইটনেস যেমন দেয় চোখ ধাঁধানো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। তেমনি এর ৪০০% লার্জ ভলিউম ডুয়াল স্টেরিও স্পিকার দেয় ভিডিও বা গান শোনার ভিন্ন অভিজ্ঞতা।

ফোনের ব্যাক প্যানেলে থাকছে ৫০ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা। সাথে থাকছে এআই ইরেজ ৩.০. মাল্টি স্টাইল পোট্রেট ও স্টাইলিশ নাইট ফিল্টার। সব মিলিয়ে ফোনটি নিশ্চিত করে ক্রিয়েটিভ ফটোগ্রাফি অভিজ্ঞতা।

এছাড়াও, ফ্রাস্ট সেল সপ্তাহে ভিভো ওয়াই২১ডি ক্রেতাদের জন্য থাকছে বিশেষ সুযোগ। ফোনটি কেনার পাশাপাশি তারা একটি লাকি ড্র-তে অংশ নিতে পারবেন, যেখানে পুরস্কার হিসেবে থাকছে রিরো ডাব্লিউ১ স্মার্টওয়াচ অথবা রিরো নেকব্যান্ড। এছাড়াও থাকছে ৫৭০০ টাকা ডাউন পেমেন্টে মোমো কিস্তিতে ওয়াই২১ডি কেনার সুযোগ।

ভিভো প্রসঙ্গে : ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে। সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংকু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো।

যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে।

এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আয়ে ভিভোয় এবং বিশ্বজুড়ে ৫০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ: তপু রাণী সাহা, ইনফো পাওয়ার, ০১৮৪২০৫০১৬২


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *