প্রথমবার একসঙ্গে নিরব-পূজা, শুরু হচ্ছে ‘ক্যাশ’

বিনোদন

বিনোদন প্রতিবেদক : গত বছরের ডিসেম্বর মাসে ‘ক্যাশ’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা পূজা চেরি।


বিজ্ঞাপন

নানান কারণে এক বছর পর অর্থাৎ আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে এই জুটির প্রথম সিনেমার শুটিং।


বিজ্ঞাপন

সিনেমাটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা সৈকত নাসির।

সিনেমাটি প্রসঙ্গে নিরব বলেন, ‘ক্যাশ’ সিনেমাটি অ্যাকশন ধর্মী ছবি।

অনেক আগেই সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা ছিলো।

করোনা ভাইরাসসহ কয়েকটি কারণে অনেক দিন সিনেমা নির্মাণ ও মুক্তি বন্ধ ছিল।

এর মধ্যে আমি কয়েকটি ছবি করে ফেললাম। আশার কথা হচ্ছে, আবারও শুরু হয়েছে শুটিং।

সরকারও সিনেমা হল খোলার নির্দেশ দিয়েছে। তাই বর্তমানে ‘ক্যাশ’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে