জাল সনদে চাকুরী তদন্তে নেমেছে দুদক

অপরাধ

বিশেষ প্রতিবেদক : চট্টগ্রাম কলেজিয়েট স্কুল-এর উচ্চমান সহকারী মোঃ হাবিবুর এর বিরুদ্ধে জাল সনদের মাধ্যমে সরকারি চাকুরি নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার ১৯ সেপ্টেম্বর তারিখে অভিযান পরিচালনা করেছে দুদক, সজেকা, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফকরুল ইসলাম এর নেতৃত্বাধীন একটি এনফোর্সমেন্ট টিম।


বিজ্ঞাপন

দুদক টিম সরজমিনে উক্ত অফিস পরিদর্শনপূর্বক সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড ও তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায় অভিযুক্তের এস.এস. সি সনদ অনুযায়ী প্রকৃত জন্ম তারিখ ২২.১১.১৯৮৬ খ্রি.।


বিজ্ঞাপন

তিনি ২৮.১০.২০০৪ তারিখে ৮ম শ্রেণি পাশের সনদ দিয়ে এমএলএসএস পদে চাকুরি গ্রহণ করেন।

৮ম শ্রেণির সনদে জন্ম তারিখ উল্লেখ করেন ২২.১১.১৯৮৫ খ্রি.। প্রকৃতপক্ষে এসএসসির সনদ অনুযায়ী তার চাকুরী যোগদানের তারিখে তার বয়স ১৭ বছর ১১ মাস ৬ দিন।

সরকারি চাকুরি গ্রহণের ন্যুনতম বয়স ১৮ বছর না হওয়া সত্ত্বেও প্রতারণামূলকভাবে চাকুরি গ্রহণের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এর প্রকৃত সত্যতা উদঘাটনের জন্য এ সংক্রান্ত আরো তথ্য-প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, শরীয়তপুর এর সহকারী প্রকৌশলী’র বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০১৮-১৯ অর্থ বছরে বাউন্ডারি ওয়াল নির্মাণে সরকারি বরাদ্দকৃত অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযােগে প্রেক্ষিতে দুদক, সজেকা, ফরিদপুর থেকে অপর একটি টিম অভিযান পরিচালনা করেছে। দুদক টিম সরজমিনে উক্ত অফিস পরিদর্শন করে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে দুদক টিম

এছাড়া, রােকসানা আক্তার রুক্সি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কমলনগর, লক্ষীপুর এর বিরুদ্ধে অবৈধভাবে খাল দখলপূর্বক ভবন নির্মাণের অভিযােগে উপজেলা নির্বাহী অফিসার, কমলনগর, লক্ষীপুর; মুকিম তালুকদার, চেয়ারম্যান-এর বিরুদ্ধে গ্রাহকের ভিজিডি কার্ডের চাল প্রদানে অনিয়মের অভিযােগে উপজেলা নির্বাহী অফিসার, মেহেন্দিগঞ্জ, বরিশাল; ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সেবা গ্রহীতার জমি নামজারি করে দেওয়ার নামে ঘুষ দাবির অভিযােগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মােহনপুর, রাজশাহী; ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের জমির খাজনা আদায়ে ঘুষ দাবির অভিযােগে উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর; প্রশিক্ষকের বিরুদ্ধে মহিলাদের আয় বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের অর্থ প্রদানে ঘুষ দাবির অভিযােগে উপজেলা নির্বাহী অফিসার, পাটগ্রাম, লালমনিরহাট; ফরহাদ মােল্লা, ইউপি সদস্য, মৌডুবি, রাঙ্গাবালী, পটুয়াখালী-এর বিরুদ্ধে খালে বাঁধ দিয়ে খালের পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষের অভিযােগে উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গাবালী, পটুয়াখালী; ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে এলজিএসপি-৩ প্রকল্পের নামমাত্র কাজ করে সম্পূর্ণ অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযােগে উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও; ইউনিয়ন পরিষদের অফিস সহকারীর বিরুদ্ধে গ্রাহকের জন্ম নিবন্ধন সনদ প্রদানে নির্ধাতি ফি’র অতিরিক্ত ফি আদায়ের অভিযােগে উপজেলা নির্বাহী অফিসার, ভেদরগঞ্জ, শরীয়তপুর; শ্ৰীমতী বীনা রাণী, সদস্য, বলদিয়া ইউনিয়ন পরিষদ-এর বিরুদ্ধে কাবিটা প্রকল্পের কাজ সম্পূর্ণ কাজ না করেই অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযােগে উপজেলা নির্বাহী অফিসার, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; অধ্যক্ষ, মনিপুর মােস্তাফিয়া দাখিল মাদ্রাসা, গাজীপুর-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বাের্ড পরীক্ষার রেজিস্ট্রেশন ফি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযােগে জেলা শিক্ষা অফিসার, গাজীপুর; আবুল খায়ের মােহাম্মদ আলী খােকন, চেয়ারম্যান, গােয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ, গজারিয়া, মুন্সিগঞ্জ এর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অভিযােগে উপপরিচালক, দুদক, সজেকা, ঢাকা-১; মাে: আনােয়ার হােসেন, ভূমি সহকারী কর্মকর্তা, কালাপাহাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযােগে উপপরিচালক, দুদক, সজেকা, ঢাকা-২; মাে: শাহাদাত হােসেন, তহশিলদার, লক্ষীপুর সদর ভূমি অফিস এর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযােগে উপপরিচালক, দুদক, সজেকা-নােয়াখালী; কাজী মাে: আলী জিন্নাহ, প্রধান শিক্ষক, পলাশনগর উচ্চ বিদ্যালয়, লালপুর, নাটোর এর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযােগে উপপরিচালক, দুদক, সজেকা-রাজশাহী; আবু তাহের, সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নীলফামারী এর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযােগের প্রেক্ষিতে উপপরিচালক, দুদক, সজেকা, রংপুর-কে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য পত্র প্রেরণ করেছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।