নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত গ্রাম পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মুন্সীগঞ্জ।
আসন্ন শারদীয় দূর্গাপূজা ও ইউপি নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ দায়িত্বপ্রাপ্ত সকল গ্রাম পুলিশ সদস্যদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ শারদীয় দূর্গাপূজা উৎসব এবং ইউ.পি নির্বাচনের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
তিনি পূজা মন্ডপ ডিউটিতে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান সহ করণীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে থানা পুলিশের সহিত সম্বনয় রেখে ডিউটি করার নির্দেশ প্রদান করেন।
উক্ত ব্রিফিং প্যারেডে আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল), মুন্সীগঞ্জ।
মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা, অফিসার ইনচার্জ, শ্রীনগর থানা, মুন্সীগঞ্জসহ শ্রীনগর থানা পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।