ফেনীতে খাদ্যের নিরাপদতা বিষয়ক জনসচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার ২৭ অক্টোবর মুজিববর্ষের কর্মসূচী হিসেবে কোভিড ১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ফেনী এর আয়োজনে” ফেনী সেন্ট্রাল হাই স্কুল”- এ স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্যের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ” খাদ্যের নিরাপদতা শীর্ষক স্কুল সেমিনার-২০২১” অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ এবং প্রধান শিক্ষক, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, সাইফুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী জেলার নিরাপদ খাদ্য অফিসার আফিফা ছিদ্দিকা।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্য-কাজ ও অন্যান্য শিক্ষামূলক তথ্য শিক্ষার্থীদের দেয়া হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জারিকৃত গণবিজ্ঞপ্তি, ভিন্ন ভিন্ন জনসচেতনতামূলক পোষ্টার ও লিফলেট ইত্যাদি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।

জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।