নিজস্ব প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় র্যাব -১১ অভিযানে ৪৩৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে এবং মাদক পরিবহনে ব্যাবহার করা পিকআপ জব্দ করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শনিবার ১ জানুয়ারি, সকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া পাখির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উক্ত অভিযান পরিচালনা কালে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি পিকআপ তল্লাশী করে ৪৩৭ বোতল ফেন্সিডিলসহ ২ জন ছদ্মবেশী মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা যথাক্রমে, মোঃ ফাহিম মজুমদার (২০) এবং মোঃ শাহিন (১৯)।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাছ পরিবহনের কাজে ব্যবহৃত ১০টি প্লাস্টিকের খালি ড্রামসহ ১টি পিকআপ, ২টি মোবাইল ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫২৩০ টাকা জব্দ করা হয়।