নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ১ জানুয়ারী, রাজশাহী মহানগরীর ২১নং ওয়ার্ডে সাগরপাড়া কলোনী জামে মসজিদ নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
বিজ্ঞাপন
শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগর সভপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে মাদ্রাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ, মাদ্রাসা পরিচালনা কমিটির ইউসুফ আলী, মাহবুব হোসেন, হাফেজ মুসতাক উপস্থিত ছিলেন।