মামুন মোল্লা ঃ রবিবার ২ জানুয়ারী খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র শিরোমনি পুলিশ লাইন্সে খুলনা জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, খুলনা সালামী গ্রহণ করেন।
এসময় তিনি প্যারেডে অংশগ্রহনকারী পুলিশ সদস্যদের নিত্য ব্যবহার্য সরকারী মালামালের গুনগতমান যাচাই করেন এবং বাহ্যিক বিষয়াদি পর্যবেক্ষণ করেন ।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
পরিশেষে তিনি চলমান শীতের মৌসুমে সুরক্ষিত থাকতে সকলকে সচেতন থাকার আহবান জানান এবং সরকারী ডিউটি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে প্যারেডের সমাপ্তি ঘোষণা করা হয়।