মামুন মোল্লা ঃ শনিবার ৮ জানুয়ারি, শিরোমনি পুলিশ লাইন্স, খুলনায় কনস্টেবল ও নায়েকদের ১ (এক) সপ্তাহ মেয়াদী “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ৫ম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, খুলনা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
তিনি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে আরো পেশাদার এবং আরো আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।