যশোরে ডিবি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ কামরুল ওরফে খোড়া কামরুল গ্রেফতার

অন্যান্য এইমাত্র

সুমন হোসেন ( যশোর) ঃ যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অভিযানে সন্ত্রাসী কামরুল @ খোড়া কামরুল ২ রাউন্ড কার্তুজ,ও ২ টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, যশোরের পুলিশ সুপার এর সার্বিক দিকনির্দেশনায় যশোর জেলাকে সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদকমুক্ত করার ধারাবাহিক অভিযানে গতকাল রবিবার ৬ ফেব্রুয়ারি, ১২ টা ১০ মিনিটের সময় ডিবি যশোরের অফিসার ইনচার্জ ( ওসি ডিবি) রুপন কুমার সরকার, পিপিএম এর তত্বাবধানে এসআই শাহীনূর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালি মডেল থানাধীন চাচঁড়া চেকপোস্টের দক্ষিণ পার্শ্বে চাচঁড়া টু সাড়াপোলগামী রোডস্থ জনৈক মফিজের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম @ খোড়া কামরুলকে ০২ টা আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করেন।


বিজ্ঞাপন

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত অস্ত্র-গুলী তৈরী করে ঘটনাস্থল সহ আশপাশ এলাকায় বিক্রয় করে আসছিল।

তার বিরুদ্ধে ইতোপূর্বে কোতোয়ালি মডেল থানার মামলা নং- ২৩, তাং- ১৬/০১/২০১৯ ইং ধারা- দি আর্মস এ্যাক্টস্ ১৮৭৮ এর ১৯- এ মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা,
কামরুল ইসলাম @ খোড়া কামরুল (৫৬), পিতামৃত- আব্দুল গফুর মোল্লা, সাং- ভাতুরিয়া (উত্তরপাড়া), থানা- কোতোয়ালি, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামত সমুহের বিবরণ যথাক্রমে, ২টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, ১টি টিস্যু কাপড়ের শপিং ব্যাগ এবং ১টি সবুজ পলিথিনের ব্যাগ।

গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।