নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০১৯, বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী, ভূমি সংস্কার ও কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্ট এর সকল শহীদদের স্মরণে বরিশাল বিভাগ সমিতির এক আলোচনা সভা বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি ও সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী এড. ইউসুফ হোসেন হুমায়ুন।
প্রধান আলোচক ছিলেন বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম.এ জলিল, কোষাধ্যক্ষ শামসুদ্দিন খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তফা কামাল, মহিলা সম্পাদিকা শিখা চক্রবর্তী, সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক পরিষদের মহাসচিব মহসীন আহমেদ স্বপন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মুর্শিদা আখতার নাহার, নারী নেত্রী ফেরদৌসী বেগম, মিতা বেগম, এলিজা রহমান, শিলা বেগম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানী, জাতীয় গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, বরিশাল বিভাগ সমিতি কামরাঙ্গীচর থানা কমিটির সভাপতি আলহাজ¦ বজলুর রহমান, ন্যাপ ভাসানীর যুগ্ম সম্পাদক নসুরাত হক, সাংবাদিক মাহে আলম প্রমুখ।
ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, বাংলাদেশের চেতনা, ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন, সম্প্রীতি, সমাজ ব্যবস্থাকে চিরতরে শেষ করার জন্যই বঙ্গবন্ধুকে স্বপরিবারে ভূমি সংস্কারের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে কৃষকদের মাঝে যিনি কাজ করেছিলেন সেই কৃষক নেতা আব্দুর রব সেরনিয়াবাতকে স্বপরিবারে হত্যার মাধ্যমে দেশকে উল্টাপথে চলার জন্য ব্যবস্থা করেছিলেন ৭৫’র ঘাতকরা। কিন্তু বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে ঘাতকদের কর্মকা-কে বাস্তবায়ন হতে দেয়নি। তারা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছেন এবং থাকবেন। আসুন আমরা বাঙালি জাতি আবার ৭০-৭১ এর মত ঐক্যবদ্ধ হই, যে ঐক্যের মাধ্যমে বাংলাদেশ হবে সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্প্রদায়িকতা, ক্ষুধা দারিদ্রমুক্ত আইনের শাসনের উন্নত বাংলাদেশ। তবেই স্বার্থক হবে আজকের আলোচনা সভা।