!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে রবিবার ৫ জুন, ৬ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ৩ টি অভিযান পরিচালনা করা সহ ৩ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে !!
নিজস্ব প্রতিবেদক ঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় প্রায় আট একর আয়তনের একটি পুকুর ইজারা ছাড়াই গত ৩ বছর যাবৎ মাছ চাষ করা সহ মৎস্যজীবী না হয়েও বিভিন্ন মৎস্যজীবী সমিতির নামে পুকুর ইজারা নিয়ে চড়ামূল্যে অন্যের কাছে ইজারা (সাবলিজ) দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মোঃ আমীর হোসাইন এর নেতৃত্বে উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী ও মোঃ বোরহান উদ্দিন এর সমন্বয়ে একটি টিম রবিবার ৫ জুন, একটি অভিযান পরিচালনা করেছে। টিম সহকারী কমিশনার (ভূমি), নাচোল অফিসে থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে দেখতে পায় সংশ্লিষ্ট পুকুরটি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় তৎকালীন সময়ে লিজ প্রদান করা হয়নি। পরবর্তীতে টিম উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাচোল এর সাথে কথা বলে জানতে পারে বর্তমানে বাংলা ১৪২৯ থেকে ১৪৩১ মেয়াদে পুকুরটি অনলাইনে আবেদনের মাধ্যমে প্রয়োজনীয় রেকর্ড পত্র যাচাই পূর্বক ৫,১৩,০০০ টাকায় লিজ প্রদান করা হয়। ভ্যাট ও আয়কর সহ মৎস্যজীবী সমিতি ৬,৪১,২৫০ টাকা সরকারি কোষাগারে জমা করেছে। টিম প্রয়োজনীয় রেকর্ড-পত্র সংগ্রহপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
জেলা কারাগার, ফেনী-এর জেল সুপারের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অবৈধভাবে বন্দিদের সাথে স্বজনদের স্বাক্ষাতের ব্যবস্থা করা এবং অসুস্থ কয়েদীদের জন্য হাসপাতাল ওয়ার্ডের সিট বরাদ্দ না দিয়ে ঘুষের বিনিময়ে সুস্থ ব্যক্তিদের সিট প্রদানের অভিযোগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে জেলা কারাগার, ফেনীতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগকারী অভিযোগ করেন যে, ফেনী জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীগণ টাকার বিনিময়ে অবৈধভাবে বন্দীদের সাক্ষাতের ব্যবস্থা, কারা ক্যান্টিনে খাবারের মূল্য বেশি রাখা, বন্দীদের মোবাইল ফোনে কথা বলার জন্য সরকারি খরচে এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া, কারা হাসপাতালে অসুস্থ রোগীদের ভর্তি না করে টাকার বিনিময়ে সুস্থ রোগীদের ভর্তি করার, বন্দীদের সরকারিভাবে বরাদ্দকৃত খাবার না দিয়ে ভূয়া বিল ভাউচার করে টাকা আত্মসাতের অভিযোগসহ ইত্যাদির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ করেছেন। অভিযান পরিচালনা হলে দেখা যায় যে, কারা হাসপাতালে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও স্বর্ণ ডাকাতি মামলার আসামির ডিবি পুলিশের সাবেক ওসি সাইফুল ইসলামসহ মোট ১১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে অভিযান পরিচালনা কালে সাইফুল ইসলামের কারা হাসপাতালের রেজিস্টারে ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যান্য অভিযোগের বিষয়ে কারাবন্দিদের সাথে কথা বললে তারা জানান যে, সরকারি নিয়ম মোতাবেক ফি দিয়ে তারা সেবা পাচ্ছেন। ভুয়া বিল ভাউচার করে টাকা আত্মসাৎ সংক্রান্তে রেকর্ডপত্র; জেল সুপার ও জেলারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সংক্রান্তে আয়কর নথি এবং সহকারী প্রধান রক্ষী মনির হোসেনের ভূয়া ঠিকানায় দিয়ে চাকরি করা সংক্রান্তে অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনান্তে বিস্তারিত প্রতিবেদন কমিশনের সদয় সিদ্ধান্তের জন্য দাখিল করা হবে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিংহঝুলী হতে গরীবপুর পর্যন্ত রাস্তা সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে দুদক, সজেকা, যশোর এর সহকারী পরিচালক মোঃ মাহফুজ ইকবাল এর নেতৃত্বে রবিবার আরও একটা অভিযান পরিচালনা করা হয়েছে। যশোর জেলার চৌগাছা উপজেলার গরীবপুর সড়কের সংস্কার কাজের অনিয়মের অভিযোগের বিষয়ে দুদক টিম সরেজমিনে উক্ত রাস্তা পরিদর্শন করে এবং নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা কাজের মান যাচাই করে। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গ্রামীণ রাস্তা ও কালভার্ট সংস্কার প্রকল্পের আওতায় বাস্তবায়িত চৌগাছা উপজেলার “সিংহঝুলী ইউপি অফিস হতে গরীবপুর নিউ মার্কেট সড়ক উন্নয়ন” প্রকল্পটি ৯/১১/২০২১ তারিখে শুরু হয় বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এক্ষেত্রে নিরপেক্ষ প্রকৌশলীর মতামত এবং সরেজমিনে পরিদর্শন ও যাচাই-বাছাই পূর্বক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদক টিম কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৫টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।