অর্থনৈতিক প্রতিবেদক ঃ ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে অর্থ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের পর তৃতীয় সর্বোচ্চ বাজেট প্রস্তাব করা হয়েছে প্রতিরক্ষা খাতে। বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
গত অর্থবছরে ছিল ৩৭ হাজার ৬৯১ কোটি টাকা। আর ২০২০-২১ অর্থবছরে ছিল ৩৩ হাজার ৯১৬ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের চেয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেটে তিন হাজার ৭৭৫ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছিল।
এর বাইরে সশস্ত্র বিভাগের জন্য আলাদাভাবে ২০২১-২২ অর্থবছরের বাজেটে ৪৪ কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল। ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ ছিল ৩৯ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের চেয়ে গত অর্থবছরে ৫ কোটি টাকা বেশি।
মোট ৬২টি মন্ত্রণালয়/বিভাগের আওতায় ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে তা যথাক্রমে,
অর্থ মন্ত্রণালয় এক লাখ ৯০ হাজার ৭১৩ কোটি টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ ৪১ হাজার ৭০৭ কোটি টাকা।
তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০ হাজার ৩৬০ কোটি টাকা।
গত ২০২১-২২ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছিল ৩৭ হাজার ৬৯১ কোটি টাকা। যা সংশোধিত বাজেটে কমে দাঁড়ায় ৩৭ হাজার ৫৩৩ কোটি টাকায়।