স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আফগানদের দুই উইকেট শিকার করে উল্লাসে মেতে উঠেছিলেন সাকিব। কিন্তু তার এই উল্লাস বেশিক্ষণ থাকেনি। বড় জুটিতে ম্যাচ বের করে নিয়েছে সফরকারীরা। বাংলাদেশের ওপর রানের বোঝা চাপিয়ে দিয়েছে আফগানরা। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারী আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৩৭ রান। তাতে তৃতীয় দিন শেষে আফগানরা এগিয়ে ৩৭৪ রান। উইকেটে অপরাজিত আছেন আফসার জাজাই (৩৪)। আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা শেষ হয় বিকেল ৪টা ৪০ মিনিটে। আবহাওয়া ভালো থাকলে চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল ৯টা ৪০ মিনিটে, হবে ৯৫ ওভার।
দ্বিতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, ঘুরে দাঁড়ানোর শত শত রেকর্ড আছে। সেই ঘুরে দাঁড়ানোর মধ্যে দ্বিতীয় ইনিংসে আফগানদের দ্রুত গুটিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু বল হাতে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। উল্টো আফগানিস্তান টেস্ট খেলা শেখালো বাংলাদেশকে। এখন পর্যন্ত আফগানরা এগিয়ে ৩৭৪ রানের। কাল সকালে সেটি ৪০০ রানও অতিক্রম করতে পারে। তাই জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের। ক্রিকেট ইতিহাসে চারশ’ ছাড়ানো রান তাড়া করে জেতার রেকর্ড মাত্র চারটি। সর্বোচ্চ ৪১৮ তাড়া করার রেকর্ড আছে। আর শেষ দশ বছরে চারশ’ তাড়া করার দৃড়তা কোন দেশ দেখাতে পারেনি। এশিয়ার স্পিন সহায়ক উইকেটে তো নয়ই।
প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড পেয়েছে আফগানরা। এর আগে প্রথম ইনিংসে ৩৪২ রানে অল আউট হয় রশিদ খানরা। জবাবে মাত্র ২০৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আফগানদের দুই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই হোঁচট খায় আফগানিস্তান। পরে হাশমতউল্লাহ শাহীদিকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান। ভালোই খেলছিলেন তারা। তবে তাতে বাদ সাধেন নাঈম হাসান। দলীয় ২৮ রানে হাশমতউল্লাহকে বিদায় করেন তিনি। এরপরেও দমে যাননি আফগানরা। এরপর আসগর আফগানকে নিয়ে দ্বিতীয় দফায় প্রতিরোধ গড়েন ইব্রাহিম। ১০৮ রানের জুটি গড়েন তারা। এমনসময় দলীয় ১৩৬ রানে অর্ধশতক করা আসগর আফগানকে ফিরিয়ে দেন তাইজুল। তার ঘূর্ণি বলে ক্যাচ লুফে নেন সাকিব। আফগান ফিরে গেলে ইব্রাহিমও (৮৭) তার দেখানো পথেই হাটেন নাঈমের শিকার হয়ে।
দলীয় ১৭১ রানে ইব্রাহিম আউট হলে উইকেটে আসেন মোহাম্মদ নবী। এরপর আফসারের সাথে জুটি গড়ার চেষ্টা করলে তাকে ফিরিয়ে দেন মিরাজ। এরপর অধিনায়ক রশিদ খান ছয়টি বাউন্ডারিতে ২৪ রান করেন আর তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরে যান। এরপর সাকিব ফিরিয়ে দেন ১৪ রান করা কায়েস আহমেদকে।
চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। টেস্ট ইতিহাসে আফগানিস্তানের দলীয় সর্বোচ্চ রান ছিল ৩১৪ রান। চলতি বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুন টেস্টে এই রান করে তারা। এবার নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছাড়িয়ে গেলেন আফগানরা। এত বিশাল রান তাড়া করতে উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার এবং সাদমান ইসলাম। আর ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেট বিলিয়ে দেন ওপেনার সাদমান ইসলাম। ব্যক্তিগত শুন্য এবং দলীয় স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই আউট হয়ে যান এই ব্যাটসম্যান। ইনিংসের ২০তম ওভারে ব্যক্তিগত ১৭ রানে সৌম্যকে বিদায় করেন নবী। এরপর দলীয় ৫৪ রানে রশিদ খানের কাছে ধরাশায়ী হন লিটন। ফেরার আগে ৬৬ বলে ৩৩ রান তুলেন তিনি। ৫৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান বিদায় জানিয়ে ফিরলেন সাজঘরে।
এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ল টাইগারদের ব্যাটিং লাইন আপ। লিটনের পর আশার আলো হয়ে এসেছিলেন সাকিব। কিন্তু মাত্র ১১ রান করেই রশিদের ফাঁদে পা দিলেন সাকিব। সাকিবকে রশিদ ফেরালেন এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে। একই ওভারে রানের খাতা খোলার আগেই মুশফিকুর রহিমকে ফেরালেন রশিদ। তখন ৫ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান বাংলাদেশের।
একটা সময় ফলোঅন চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। দলীয় ১০৪ রানে রশিদের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন মাহমুদউল্লাহও (৭)। কিন্তু এক প্রান্ত আগলে রেখেছিলেন মুমিনুল। তবে ব্যক্তিগত ৫২ রানে আসগর আফগানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তখনো ফলোঅন এড়ানো হয়নি টাইগারদের। শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেন আর মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ফলোঅন এড়ায়। দলীয় ১৪৬ রানে কায়েসের বলে ব্যক্তিগত ১১ রানে ফিরেন মিরাজ। তখনও আফগানদের থেকে টাইগাররা পিছিয়ে ১৯৬ রানে।
এরপর দলের হাল ধরেন মোসাদ্দেক আর তাইজুল ইসলাম। দুইজন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আর সফল হয়েছেন তারা দুইজন। টাইগারদের প্রথম ইনিংসের সর্বোচ্চ রানের জুটিও এসেছে এই দুইজনের কাছ থেকেই। মিরাজের আউট হওয়ার পর তাইজুল আর মোসাদ্দেক মিলে গড়েছেন ৪৮ রানের জুটি। আর শেষ দিকে তাই ম্যাচের কিছুটা নিয়ন্ত্রণে নিয়েছে টাইগাররা। ২য় দিন শেষে মোসাদ্দেক ৪৪ রানে এবং তাইজুল ১৪ রানে অপরাজিত আছেন।
প্রথমদিন দিন সাগরিকায় হতাশার এক দিন কাটালেন টাইগাররা। দলে চার স্পিনার, কোনো পেসার নেই। সাগরিকার এই স্পিন স্বর্গে পাঁচ স্পিনার নিয়েও আফগানিস্তানকে কাঁপন ধরাতে পারেনি বাংলাদেশ। উল্টো বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলে প্রথম দিন শেষে আফগানদের সংগ্রহ ৯৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৭১ রান। দেশটির হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন রহমত শাহ। আসগর আফগান ৮৮ এবং আফসার জাজাই ৩৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন প্রথমদিনের খেলা।
আফগান অধিনায়ক রশিদ খান টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান। আফগানদের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন ইব্রাহিম জাদরান এবং ইহসানুল্লাহ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই আঁটসাঁট বোলিংয়ে আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। দুই পাশ থেকেই বোলিং শুরু করেছেন সাকিব ও তাইজুল। ১ ওভার করে সাকিব বল তুলে দিলেন মিরাজের হাতে। ইনিংসের ১৩তম ওভারে দুর্দান্ত এক ঘূর্ণি বলে ইহসানউল্লাহকে সাজঘরে পাঠিয়েছেন তাইজুল। আফগান এই ওপেনারকে ফিরিয়েই টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তাইজুল। এতে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। নিজের ২৫তম টেস্টেই এই মাইলফলক ছুয়েছেন তিনি।
এর আগে বাংলাদেশের হয়ে কেবল দুজনই এই কীর্তি গড়েছেন, মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান। সাকিব ব্যক্তিগত ২৮তম টেস্টে বাংলাদেশের পক্ষে ১০০ উইকেট শিকার করেছিলেন। রফিক ৩৩ টেস্ট খেলে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট নিয়েছিলেন। অবশ্য এই ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন সাকিব। তিনি এরই মধ্যে ৫৫ টেস্টে ২০৫ উইকেট নিয়ে ফেলেন। তিনি একমাত্র বাংলাদেশি যিনি ২০০ উইকেট শিকার করেছেন।
চট্রগ্রাম টেস্টের ২৫তম ওভারে আবারো আফগান শিবিরে আঘাত হানলেন তাইজুল। টাইগার এই স্পিনারের বলে ৬৯ বলে ২১ রান করে লং অফে মাহমুদউল্লাহর ক্যাচ হন ইব্রাহিম জাদরান। রহমত শাহর সঙ্গে তার জুটি ছিল ২৯ রানের। লাঞ্চের ঠিক আগ মুহূর্তে হাশমতউল্লাহকে শহিদীকে ১৪ রানে আউট করেন রিয়াদ। ওভারের চতুর্থ বলে স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান এই আফগান ব্যাটসম্যান।
এরপর ১২০ রানের জুটি গড়েন রহমত শাহ এবং আসগর আফগান। দ্বিতীয় সেশনের একটু পরই নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন রহমত শাহ। টেস্টে আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবেও সেঞ্চুরির দেখা পেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ওভাই টেস্টের প্রথম ইনিংসেই সেঞ্চুরি তুলে নেন আফগান এই ব্যাটসম্যান। সেঞ্চুরিটা পেতে পারতেন দেশের দ্বিতীয় টেস্টেই। তবে রহমত শাহ গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে আউট হয়েছিলেন ৯৮ রানে। এবার আর ভুল করেননি। ৯৮ থেকে নাঈম হাসানকে চার হাঁকিয়ে রহমত তিন অঙ্ক স্পর্শ করেন ১৮৬ বলে। ইনিংসের ৭০তম ওভারে নাঈম হাসান বোলিংয়ে এসে ফিরিয়ে দেন রহমত শাহ এবং মোহাম্মদ নবীকে।
দ্বিতীয় দিনে শুরুতে আসগর আফগানকে ফিরিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাইজুল ইসলাম। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন সাবেক আফগানিস্তান অধিনায়ক। তাইজুলের ফ্লাইটেড বলে সুইপ করতে চেয়েছিলেন আসগর। ঠিকঠাক ব্যাটে না লাগায় সেটি ক্যাচ নেন মুশফিকুর রহিম। ১৭৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৯২ রানের ইনিংসটি সাজান আসগর। আসগর আফগানের পর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আফসার জাজাইকেও সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। ব্যক্তিগত ৪১ রানে তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরেন এই ব্যাটসম্যান।
এরপর কায়েস আহমেদকে (৯) ফিরিয়ে এই টেস্টে নিজের প্রথম উইকেট আউট করেন সাকিব। আর দ্বিতীয় শিকারে পরিণত করেন আহমেদজাইকে (০)। এরপর রশিদ খান ফিফটি করে প্রতিরোধ গড়ে তোলেন। শেষ পর্যন্ত ৫১ রান করে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিলে অল আউট হয় আফগানিস্তান।
টাইগারদের পক্ষে তাইজুল ইসলাম নিয়েছেন ৪টি উইকেট, সাকিব আল হাসান এবং নাইম হাসান নিয়েছেন দুইটি করে উইকেট। আর একটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আফগানদের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেছেন রহমত শাহ, ৯২ রান করেছেন আসগর আফগান আর ৫১ রান করেছেন রশিদ খান।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
আফগানিস্তান একাদশ: ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, রশিদ খান, ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ, জহির খান।