এলাকাবাসীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন চেয়ারম্যান মুকুল খান

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : এলাকাবাসীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন চেয়ারম্যান মুকুল খান।  গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, সোয়ান ফোমের সত্বাধীকারী মোঃ খবির খানের বড়ভাই বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান খান (মুকুল খা) গত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।


বিজ্ঞাপন

তাঁর মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।  মরহুমের জানাজার নামাজ ১ আগষ্ট শুক্রবার আছর নামাজের পর তার নিজ গ্রাম মাঝিগাতির হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

জানাজার আগে গোপালগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের নেতৃত্বে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মতিয়ার রহমানের কমান্ডে পুলিশের একটি চৌকস দল  তাকে গার্ড অফ অনার প্রদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


বিজ্ঞাপন

এসময়  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে জেলা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার শেখ আলমগীর হোসেনের নেতৃত্বে জাতীয় পতাকায় মরদেহ আচ্ছাদিত করে শ্রদ্ধা জানানো হয়।  দূর্যোগপূর্ন আবহাওয়া উপেক্ষা করে মরহুমের জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।


বিজ্ঞাপন

জানাজার নামাজের পূর্বে মরহুমের ছোটভাই খবির খান সকলের কাছে তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন। এসময় মৃত মুকুল খানের বড় ছেলে গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আরমান খান বলেন তার বাবার আচার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দিবেন।

জানাজায় উপস্থিত ছিলেন  গোপালগঞ্জের জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এম এইচ খান মঞ্জু,  জামাত ইসলামের গোপালগঞ্জ জেলার সাবেক আমির অধ্যক্ষ আজমল সরদার প্রমুখ।

জানাজা শেষে মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রাম গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে  দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও ছয় কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  এলাবাসী সূত্রে জানা যায় তিনি একজন সদালাপী জনবান্ধন মানবিক মানুষ ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *