কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত পররাষ্ট্রমন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোমেন এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি ঃ কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত মঙ্গলবার ১৪ জুন, পররাষ্ট্রমন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোমেন এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রদূতের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

তিনি কোভিড-১৯ মহামারী চলাকালীন কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা প্রদানের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ ও কুয়েত জনশক্তি, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে।

রাষ্ট্রদূত বাংলাদেশে থাকাকালীন সময়ে যে সহযোগিতা ও সমর্থন পেয়েছেন তার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে দুই দেশের পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। তিনি আরও উল্লেখ করেন যে কুয়েত বাংলাদেশ থেকে নার্স, মেডিকেল টেকনিশিয়ান সহ আরও চিকিৎসা পেশাদার নিয়োগ করতে পারে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *