ভোলা লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

Uncategorized আইন ও আদালত

!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল মঙ্গলবার ৬ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ২ টি অভিযান পরিচালনা করা সহ ৪ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে !!

নিজস্ব প্রতিবেদক ঃ লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ, লালমোহন, ভোলা এর চেয়ারম্যান-এর বিরুদ্ধে জেলেদের অনুকূলে বরাদ্দকৃত ৭০ বস্তা চাল সঠিকভাবে বিতরণ না করে তার মালিকানাধীনক কার্যালয়, বরিশাল-এর সহকারী পরিচালক রাজ কুমার সাহার নেতৃত্বে উপ-সহকারী পরিচালক সুশান্ত রায়, মো: শরীফ শেখ ও মো: কামরুজ্জামান এর সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান কালে টিম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, অভিযোগ সংশ্লিষ্ট মিল ও অন্যান্য ঘটনাস্থল পরিদর্শন করে। সরেজমিনে পরিদর্শনকালে অভিযোগে উল্লেখিত রনক ব্রিকস মিলে চাল মজুদ রাখার বিষয়ে স্থানীয় কয়েকজন জেলেকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চেয়ারম্যান হতদরিদ্র জেলেদের মাঝে চাল বিতরণ প্রক্রিয়ার তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি অবলম্বন করেছেন। অভিযোগের বিষয়ে যাবতীয় রেকর্ডপত্র সরবরাহের নিমিত্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, লালমোহন ও লর্ড হার্ডিঞ্জ ইউপি সচিবকে অনুরোধ করা হয়েছে। সামগ্রিক রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ( কেডিএ), খুলনা কর্তৃক সোনাডাঙা বাস টার্মিনাল থেকে ময়ুরী ব্রিজ পর্যন্ত ৮৬০ মিটার সড়ক পুনঃনির্মাণ কাজে অস্বাভাবিক ব্যয় দেখানোর অভিযোগে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, খুলনা-এর সহকারী পরিচালক বিজন কুমার রায় এর নেতৃত্বে উপসহকারী পরিচালক মুহা. অহিদুর রহমান ও মো: আশরাফুল হক এর সমন্বয়ে গতকাল মঙ্গলবার ২১ জুন, আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযান কালে উল্লিখিত বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০১৩ সালে সড়কটির প্রথম নির্মাণ কাজ যথাযথ নিয়ম অনুযায়ী হয়নি বিধায়, কম সময় ব্যবধানে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান মেরামত কাজটিও নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশন এলাকার মধ্যে কেডিএ কর্তৃক রাস্তা সংস্কার করতে পারে কিনা সেবিষয়টি টিম পর্যালোচনা করে।
এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেছে। পরবর্তীতে তা যাচাইপূর্বক কমিশন বরাবর পূর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করবে টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্ক কমিশনকে অবহিত করার জন্য ০৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে পত্র প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *