নিজস্ব প্রতিনিধি ঃ “ভরা থাক, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি ভরা থাক, ভরা থাক মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি ভরা থাক, ভরা থাক”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার ৭ জুলাই, সকাল ১১ টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলণ কক্ষে দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর এর সভাপতিত্বে শাহ্ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম(ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসে কর্মরত সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা/কর্মচারী এবং রংপুর শহরস্থ পুলিশের সকল ইউনিটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তগণ। বিদায় সংবর্ধ্বনা উপলক্ষে অত্র রেঞ্জ অফিসের বিভিন্ন পুলিশ কর্মচারী ও কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করেন।
অত্র রেঞ্জের পক্ষ হতে ডিআইজি বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় রংপুর শহরস্থ পুলিশের অন্যান্য ইউনিটের কর্মকর্তাগণও সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
শাহ্ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম মহোদয় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হিসেবে গত ২৯/০৭/২০২০ তারিখ হতে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ১১/০৫/২০২২ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী এন্টি টেররিজম ইউনিট, ঢাকার ডিআইজি হিসেবে বদলীর আদেশপ্রাপ্ত হন।
১৯৭১ সালের ২৫ জুলাই নাটোর জেলার লালপুর থানার মরদহ গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহ্ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম । তার পিতা মরহুম হাফিজুর রহমান ছিলেন একজন জনপ্রিয় শিক্ষক।
শাহ্ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম মহোদয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগ থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করেন। তার স্ত্রী রোকেয়া খাতুন বর্তমানে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
তিনি ২০০১ সালের ৩১শে মে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। এরপর কর্মদক্ষতা ও সেবায় বাংলাদেশ পুলিশের বিপিএম (বার), পিপিএম পদক লাভ করেন পুলিশের ২০তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা।
