নিজস্ব প্রতিনিধি ঃ ময়মনসিংহ জেলার সততা সংঘে কর্তৃক অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরন কার্যক্রম অনুষ্ঠান বিভাগীয় কমিশনার ময়মনসিংহের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম এবং সন্চালনা করেন সজেকা ময়মনসিংহের উপ-পরিচালক মোহাঃ আবুল হোসেন।
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।