নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল মঙ্গলবার ৬ সেপ্টেম্বর রাজধানীর কদমতলী থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই’র সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত ছাপা শাড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে চমক টেক্সটাইল ডাইং এন্ড প্রিন্টিং মিলস, লাল মসজিদ রোড, প্লট-৬/৮, প্লট- ১৯২, কদমতলী, ঢাকা-কে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ৮০ টন ওজন ক্ষমতা সম্পন্ন ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে হোসেন কম্পিউটার সেক্ল, ৮৪, নতুন আলী বহর, শ্যামপুর, কদমতলী, ঢাকা-কে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা এবং থ্রী স্টার কম্পিউটারাইজড ওয়েব্রীজ, ৯১, নিউ আলী বহর, কদমতলী, শ্যামপুর, ঢাকা-কে ১৫,০০০ (পনের হাজার) টাকা সহ সর্ব মোট (১,০০,০০০+২৫,০০০+১৫,০০০) ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই থানাধীন এলাকায় অবস্থিত মেসার্স ইসলাম এন্ড ব্রাদার্স, ২৩/৩, গেন্ডারিয়া, ঢাকা-তে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন পরিমাপে ডিজিটাল স্কেলে সঠিক পরিমাপ পাওয়া যায়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ডিএমপি পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) এবং মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।