নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ৩ অক্টোবর কুমিল্লার ফেনী সদরে মেসার্স দরবার মসল্লা এন্ড ফুড প্রোডাক্টস এর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুযায়ী সিএম লাইসেন্স ব্যতিত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারপূর্বক ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন বিক্রি-বিবতরণ ও বাজারজাত করার অপরাধে মেসার্স দরবার মসল্লা এন্ড ফুড প্রোডাক্টস, বিসিক শিল্পনগরী, সদর, ফেনীকে ৮০,০০০ ( আশি হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কুমিল্লার কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম,ফিল্ড অফিসার, (সিএম),দায়িত্ব পালন করেন।
