নিজস্ব প্রতিবেদক ঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলাধীন টংগিবাড়ী থানা, লৌহজং থানা, পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় স্থাপিত পূজামণ্ডপ পরিদর্শন করেন মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ।
এসময় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের নির্দেশনা প্রদান করেন এবং সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ পথ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজামণ্ডপে পর্যাপ্ত আলো, সিসি ক্যামেরা স্থাপন, স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা করা, আযান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি অনুরোধ জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
