নিজস্ব প্রতিনিধি ঃ জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) নীলফামারী গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার, নীলফামারী এর নির্দশনায় গতকাল রবিবার ২০ নভেম্বর, ৪ টা ৫৫ মিনিটের সময়
সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন ক্যান্টনমেন্ট রোডে সৈয়দপুর সিটি নার্সিং ইন্সটিটিউট এর সামনে থেকে ৫০০ ( পাঁচশত) পিস ইয়াবা (মাদক) সহ ৩ ব্যাক্তিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা যথাক্রমে, মোছাঃ গুলশানারা বেগম (৫৩) স্বামী -মৃত আমিনুল হক সাং উওর দারড়া, পার্বতীপুর এর হেফাজত হতে ১০০ (এক শত) পিচ ইয়াবা আঃ খালেক (৩৮) পিতা- তৈয়ব আলি সাং- প্রস্তপুর, বিরামপুর জেলা- দিনাজপুর এর হেফাজত হতে ৪০০ ( চারশত) পিস ইয়াবা এবং উত্ত ইয়াবা ক্রয়বিক্রয় এর সহায়তাকারী মোঃ বিপ্লব হোসেন (৪৯) পিতা- মৃত মোজাম্মেল হক সাং- ডাংগা পাড়া, হাকিম পুর জেলা- দিনাজপুর দের আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়।
এই চক্র দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কৌশলে সৈয়দপুর ও আশপাশ এলাকায় ইয়াবা আসক্তদের নিকট বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এই সংক্রান্তে সৈয়দপুর থানায় একটি মাদক মামলা রুজু হয়।