বিনোদন প্রতিবেদক ঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আগেই জানিয়েছিলেন, বাংলাদেশ-কলকাতা মিলিয়ে নতুন তিন সিনেমার কথাবার্তা চূড়ান্ত করেছেন রেখেছেন। এবার জানা গেল, ‘দেবী’ খ্যাত আলোচিত পরিচালক অনম বিশ্বাসের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নতুন সিনেমার প্রেক্ষাপট ১৯৭১। সিনেমাটিতে নুসরাত ফারিয়ার নায়ক ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।
জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে। এটি অনম বিশ্বাসের দ্বিতীয় সিনেমা; প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এই সিনেমার চিত্রনাট্য করেছেন অনম নিজেই। তুমুল জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’র চিত্রনাট্য লিখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অনম বিশ্বাস।
অনম বিশ্বাস আগে জানিয়েছিলেন, চলতি মাসেই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। নুসরাত ফারিয়া সম্প্রতি কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুট শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’, ‘রকস্টার’সহ একাধিক সিনেমা।