খুলনা রেঞ্জের ডিআইজি কর্তৃক চুয়াডাঙ্গা জেলা পরিদর্শন

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল সোমবার ২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক, হিসাব শাখা ষান্মাসিক এবং চুয়াডাঙ্গা ডিএসবি বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি খুলনা রেঞ্জ মঈনুল হক বিপিএম(বার), পিপিএম । এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

ডিআইজি এ সময় প্যারেড অধিনায়ক মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা এর নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

পরিদর্শন কালে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন। এ সময় তিনি জেলার সকল পুলিশ সদস্যদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের উপর গুরুত্বারোপ করেন এবং নিয়মিত প্যারেড অনুশীলনের জন্য নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি রিজার্ভ অফিস বার্ষিক, হিসাব শাখা ষান্মাসিক এবং চুয়াডাঙ্গা ডিএসবি বার্ষিক পরিদর্শন করেন।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠানে ডিআইজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। তিনি এ সময় চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে সাম্প্রতিক সময়ে পুলিশের পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় সহ নানাবিধ বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের পারফরম্যান্সের ওপর ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। পাশাপাশি, তিনি পুলিশ লাইন্সের অভ্যন্তরে বৃক্ষ রোপণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় ডিজিটাল সার্ভিলেন্স সিস্টেম (সিসি ক্যামেরা) উদ্বোধন করেন।

এরপর তিনি চুয়াডাঙ্গা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *